এই গাড়িতেই গুলি করা হয়। ইনসেটে বিকাশ চৌধরি। ছবি: টুইটারের সৌজন্যে
দিনের আলোয় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন হরিয়ানার কংগ্রেস নেতা বিকাশ চৌধরি। ঘটনার নিন্দা করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী জানিয়েছেন, এ থেকেই বোঝা যাচ্ছে হরিয়ানার আইনশৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে।
এসিপি জয়বীর সিংহ রাঠি জানান, আজ ফরিদাবাদের সেক্টর নাইনে একটি জিমের বাইরে গাড়ি রাখছিলেন বিকাশ। সে সময়ে আততায়ীরা এসে গাড়ির দু’দিক থেকে ১২-১৫টি বুলেট ছোড়ে। ঘটনাস্থলেই মারা যান হরিয়ানা কংগ্রেসের মুখপাত্র বিকাশ।
গুলির আওয়াজে লোকজন জড়ো হয়ে গিয়েছিলেন। তাঁরাই বিকাশকে কাছের হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এসিপি রাঠি জানিয়েছেন, গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাস্থল থেকে ১২টি কাতুর্জের খোল মিলেছে। তিনি আরও জানিয়েছেন, আততায়ীরা আগে থেকে জানতেন বিকাশ ওই সময়ে ওই জিমে আসবেন। একা থাকবেন। ছিলেনও তাই। গুলি বিকাশের ঘাড়ে ও বুকে লাগে। ময়নাতদন্তের পরে কংগ্রেস নেতার দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশের একাধিক দল আততায়ীদের খোঁজে তল্লাশি চালিয়েছে। রাজ্য সরকারকে আক্রমণ করে হরিয়ানা কংগ্রেসের সভাপতি অশোক তনওয়ার বলেন, ‘‘জঙ্গলরাজ চলছে। আইনের কোনও ভয় নেই।’’
আজ বিকেলে রাহুলের বাড়িতে বৈঠক করতে যান হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা, তাঁর ছেলে দীপেন্দ্র এবং অশোক তানওয়ার।