ONGC

অসমের শিবসাগরে ওএনজিসি-র ৩ কর্মীকে অপহরণ করল বন্দুকবাজরা

ওএনজিসি-র লাকওয়া তৈলক্ষেত্র থেকে ওই ৩ কর্মীকে অপহরণ করেছে বন্দুকবাজরা। 

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২১ ১০:০৬
Share:

ফাইল চিত্র।

বন্দুকবাজদের হাতে অপহৃত হলেন ওএনজিসি-র ৩ কর্মী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে অসমের শিবসাগর জেলায়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ওএনজিসি-র লাকওয়া তৈলক্ষেত্র থেকে ওই ৩ কর্মীকে অপহরণ করেছে বন্দুকবাজরা।

Advertisement

জানা গিয়েছে, ওএনজিসি-র গাড়িতে করেই ৩ কর্মীকে অপহরণ করে নিয়ে গিয়েছে বন্দুকবাজরা। অসম-নাগাল্যান্ড সীমানার কাছে নিমোনাগড়ে জঙ্গলের পাশে সেই গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্তারা এবং ওনএনজিসি-র শীর্ষ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।

কারা অপহরণ করল, অপহরণের উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement