Crime

ছিল হিরে, হয়ে গেল গুটখা! ৩২ লক্ষ টাকার প্রতারণা! প্যাকেট খুলতেই মাথায় হাত ব্যবসায়ীর

পুলিশ সূত্রে খবর, অন্য এক ব্যবসায়ীকে হিরে বিক্রি করতে চেয়েছিলেন ঋষভ ভোরা নামে এক ব্যবসায়ী। এই জন্য এক দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মে ২০২৩ ১৮:৩০
Share:

হিরে বিক্রি করতে গিয়ে ঠকলেন ব্যবসায়ী। প্রতীকী ছবি।

হিরের কেনাবেচা করতে গিয়ে ঠকলেন এক ব্যবসায়ী। ৩২ লক্ষ টাকার হিরের বদলে পেলেন গুটখার প্যাকেট! এমনই অভিযোগ উঠেছে গুজরাতের সুরতে। প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। রবিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অন্য এক ব্যবসায়ীকে হিরে বিক্রি করতে চেয়েছিলেন ঋষভ ভোরা নামে এক ব্যবসায়ী। এই জন্য রাহিল মঞ্জানি নামে এক দালালের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওই হিরের মূল্য ৩২ লক্ষ ৪ হাজার ৪৪২ টাকা। গত ১৩ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে ভোরার থেকে ৩টি পার্সেল নিয়েছিলেন রাহিল। সেই সময় ভোরাকে ২ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি।

ভোরার অভিযোগ, ৩-৪ দিনের মধ্যে বাকি টাকা দেবেন বলে জানিয়েছিলেন রাহিল। কিন্তু সেই টাকা তিনি দেননি। এর পরই পার্সেল ফেরত চেয়েছিলেন ভোরা। সেই মতো পার্সেলগুলি তাঁকে রাহিল ফেরত দেন বলেও দাবি করেছেন ভোরা। ওই পার্সেল খুলে দেখেন, তার মধ্যে হিরে নেই, রয়েছে গুটখা। এর পরই পুলিশের দ্বারস্থ হন তিনি।

Advertisement

ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে। এই কারবারে আর কারা জড়িত, সে ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement