গুজরাত ভোটের ফল প্রকাশের পর দিন সংসদ ভবনে রাহুল। ফাইল চিত্র।
গুজরাত এবং হিমাচল প্রদেশের নির্বাচনে ধাক্কা খেয়েছে তার দল। গুজরাতে গত বারের থেকে আসন বাড়লেও, ক্ষমতা হারাতে হয়েছে দেবভূমি থেকে।
কিন্তু, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর দাবি, গুজরাতে বিজেপি জিতেছে ঠিকই কিন্তু বড় ধাক্কা খেয়েছে তারা। প্রধানমন্ত্রী বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলেও মঙ্গলবার অভিযোগ করেন রাহুল।
এ দিন সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন কংগ্রেস সভাপতি। তখনই তিনি দাবি করেন, ‘‘গুজরাতে বিজেপি জিতলেও নৈতিক জয় হয়েছে কংগ্রেসের। বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।’’
আরও পড়ুন: পাকিস্তানে শিখ ধর্মান্তরণের অভিযোগে টুইট সুষমার
রাহুল আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী দাবি করেন তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়ছেন। অথচ, অমিত শাহের ছেলে বা রাফালে দুর্নীতি নিয়ে কোনও মন্তব্য করেন না। এটা হতে পারে না। রাহুলের দাবি, গুজরাতের মানুষ ‘গুজরাত মডেল’ প্রত্যাখ্যান করেছেন। কংগ্রেস সভাপতির কথায়, ‘‘গুজরাতের মডেল আসলে প্রচারের ফানুস। ভিতরটা ফাঁপা।’’