Gujarat Incident

বাড়ি ঢুকে দেখলেন, তাঁরই শ্রাদ্ধানুষ্ঠান! গুজরাতের প্রৌঢ়ের ‘মৃতদেহ শনাক্ত’ করেছিল পরিবারই

গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন বছর তেতাল্লিশের ব্রিজেশ সুতার। থানায় ‘মিসিং ডায়েরি’ করেছিল পরিবার। কিন্তু সেই সময় ব্রিজেশের খোঁজ পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২০:১৪
Share:

(বাঁ দিকে) ‘মৃত’ ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠান। ব্রিজেশ সুতার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

নিজের শ্রাদ্ধের দিনই বাড়ি ফিরে এলেন গুজরাতের ‘মৃত’ এক ব্যক্তি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে সে রাজ্যের মেহসানা জেলায়।

Advertisement

গত ২৭ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন বছর তেতাল্লিশের ব্রিজেশ সুতার। থানায় ‘মিসিং ডায়েরি’ করেছিল পরিবার। কিন্তু সেই সময় ব্রিজেশের খোঁজ পাওয়া যায়নি। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্টক মার্কেটের ব্যবসায় বিপুল টাকা লোকসান হওয়ার মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এই অবস্থায় খারাপ কিছুরই আশঙ্কা করেছিল ব্রিজেশের পরিবার।

তার মধ্যেই গত ১০ নভেম্বর সবরমতী সেতুর কাছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে পুলিশ। খবর দেওয়া হয় ব্রিজেশের পরিবারকে। পরিবারের দুই সদস্য ভুল করে দেহটি ব্রিজেশের বলে দাবি করেন। ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন এমনটা ধরে নিয়েই গত বৃহস্পতিবার তাঁর শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement

ব্রিজেশকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন পরিবারের সদস্য এবং তাঁর বন্ধুবান্ধব, পরিচিতেরা। এই সময়েই সকলকে অবাক করে দিয়ে বাড়ি ফিরে আসেন ব্রিজেশ। তাঁর এই প্রত্যাবর্তনে চমকে যান সকলে। নিজের ছবিতে মালা দেখে বিস্মিত হন ব্রিজেশও। ব্রিজেশের মা বলেন, “যখন ও বাড়ি ফিরছিল না, তখন অনেক খোঁজাখুঁজি করেছি। পরে পুলিশের কাছে যাই। পুলিশ আমাদের একটা দেহ দেখায়। আমরা এতটাই ভেঙে পড়েছিলাম যে, মানসিক অবস্থা ঠিক ছিল না। ভুল করে অন্যের দেহ ব্রিজেশের ভেবে বসি।”

ব্রিজেশ ফিরে আসায় খানিক বিপাকে সংশ্লিষ্ট থানার পুলিশও। কারণ দেহটি আদতে কার, নতুন করে সেই তদন্ত শুরু করতে হয়েছে পুলিশকে। খতিয়ে দেখা যাচ্ছে অজ্ঞাতপরিচয় সেই ব্যক্তির মৃত্যুর কারণও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement