সুরতের ওএনজিসি প্ল্যান্টে জ্বলছে আগুন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
দাউ দাউ করে আগুন জ্বলে উঠল গুজরাতের সুরতের অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন (ওএনজিসি) প্ল্যান্টে। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ আগুন লাগে। অগ্নিকাণ্ডের জেরে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেছিল। এই ভয়াবহ আগুনের জেরে পার্শ্ববর্তী এলাকাগুলি কালো ধোঁয়ায় ভরে গিয়েছে।
প্ল্যান্টের ভিতর একটি গ্যাস পাইপলাইন ফেটে যাওয়ার জেরেই এই আগুন লেগেছিল। পাইপ ফেটে যাওয়ায় বিস্ফোরণও হয়। যারা জেরে বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ।প্ল্যান্টের ১০ কিলোমিটার দূরেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি স্থানীয়দের। সুরতের কালেক্টর ধবল পটেল এ ব্যাপারে বলেছেন, ‘‘ভোর ৩টে নাগাদ পর পর তিনটে বিস্ফোরণ ঘটে প্ল্যান্টের মধ্যে। তার পরই ছড়িয়ে পড়ে আগুন। এখনও অবধি কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দমকল বাহিনী রয়েছে।’’ ওএনজিসি-র অফিসাররাও সেখানে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
ওএনজিসির তরফে জানানো হয়েছে, প্ল্যান্টের আগুন এখন নিয়ন্ত্রণে। এই আগুনের জেরে কারও প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।