সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। ছবি: সংগৃহীত।
বন্ধুর সঙ্গে বাজারে গিয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হল গুজরাতের এক পোশাক ব্যবসায়ীর। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইলিয়াস দেবলা (৪০)।
রাজকোট জেলার উপলেটা এলাকার বাসিন্দা ছিলেন ইলিয়াস। পোশাকের ব্যবসা করতেন তিনি। সেই ব্যবসার সূত্রে বৃহস্পতিবার এক বন্ধুকে নিয়ে আমদাবাদে পোশাকের বাজারে গিয়েছিলেন ইলিয়াস। সেখানে একটি দোকানে দাঁড়িয়ে কথা বলছিলেন। আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বন্ধুর কাঁধে মাথা রাখেন। তার পরই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। বন্ধু তাঁকে সামলানোর চেষ্টা করেন।
ইলিয়াস মাটিতে পড়ে যেতেই তাঁকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন ওই বন্ধু। আশপাশের লোক তত ক্ষণে ছুটে এসেছিলেন। ইলিয়াসের হাত-পা ঘষে জ্ঞান ফেরানোর চেষ্টা হয়। তাতেও কিছু না হওয়ায়, ইলিয়াসকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইলিয়াসের মৃত্যুতে তাঁর পরিবার শোকস্তব্ধ।
এই প্রথম নয়, কখনও জিম করতে করতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। কখনও মঞ্চে নাচার সময়, কখনও আবার কাজ করতে করতে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যুর মতো ঘটনার ঘন ঘন প্রকাশ্যে এসেছে। মাস তিনেক আগেই রাজ্যের বরোদায় আদালতে একটি মামলার শুনানি চলাকালীন এক আইনজীবীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। গুজরাতে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনা বাড়তে থাকায় সরকারি স্কুলের শিক্ষকদের সিপিআর নিয়ে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করে সরকার। এর আগেও রাজ্য পুলিশকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।