ছবি: পিটিআই
অনলাইনে খাবার ডেলিভারি সংস্থাগুলির উপর নতুন কোনও কর বসছে না। আগের মতোই থাকছে পুরো কর কাঠামো। ফলে আগের থেকে বেশি খরচ হবে, এমনটা নয়, জানালেন কেন্দ্রের রাজস্ব সচিব।
ক্যানসার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের উপর ১২ থেকে কমে কর হচ্ছে ৫ শতাংশ।
পেট্রল ও ডিজেলের বিষয়ে আলোচনা হয়েছে কেরল হাই কোর্টের নির্দেশের কারণে। সদস্যরা এই বিষয়ে কথা বলেছেন। অনেকেই এটিকে জিএসটি-র অন্তর্ভুক্ত করতে চাননি। জিএসটি কাউন্সিল মনে করছে, পেট্রল-ডিজেল এখনই জিএসটি-র আওতায় আসতে পারে না।
করোনার ওষুধের উপর জিএসটি ছাড় একই থাকছে। সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত যে নিয়ম ছিল, তাই থাকছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বেশ কয়েকটি ওষুধ, যা করোনার চিকিৎসার জন্য নয়, কিন্তু জীবনদায়ী, সেগুলির উপর থেকে জিএসটি-র ছাড় দেওয়া হবে।