ছবি: পিটিআই।
অতিমারি আবহে ফের কমল জিএসটি সংগ্রহ। তবে এই নিয়ে টানা ৮ মাস ১ লক্ষ কোটি টাকার বেশি উঠে এসেছে পণ্য এবং পরিষেবা কর থেকে। গত এপ্রিল মাসে রেকর্ড ১.৪১ লক্ষ কোটি টাকা জিএসটি সংগ্রহের পর মে মাসে তা কমে দাঁড়াল ১,০২,৭০৯ কোটি টাকা, শনিবার এ কথা জানায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক।
কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে বিভিন্ন রাজ্যে আঞ্চলিক লকডাউন শুরু হওয়ায় বন্ধ ছিল ব্যবসা-বাণিজ্য। যার জেরেই মে মাসে জিএসটি সংগ্রহ কমেছে বলে জানাচ্ছে কেন্দ্রের এক সূত্র। তবে গত বছরের মে মাসের তুলনায় চলতি বছরে জিএসটি আদায় ৬৫ শতাংশ বেড়েছে। পণ্য আমদানি থেকে সংগ্রহ বেড়েছে ৫৬ শতাংশ। পরিষেবা আমদানি-সহ অভ্যন্তরীণ লেনদেন থেকে সংগ্রহ বেড়েছে ৬৯ শতাংশ।
অর্থমন্ত্রক জানিয়েছে, মে মাসে মোট জিএসটি আদায়ের মধ্যে কেন্দ্রের ভাগ অর্থাৎ সিজিএসটি ১৭ হাজার ৫৯২ কোটি টাকা এবং রাজ্যের ভাগ অর্থাৎ এসজিএসটি ২২ হাজার ৬৫৩ কোটি টাকা। এবং যে অর্থ কেন্দ্র-রাজ্যের মধ্যে ভাগ হবে, তার পরিমাণ ৫৩ হাজার ১৯৯ কোটি টাকা। সেস সংগ্রহ হয়েছে ৯ হাজার ২৬৫ কোটি টাকা।