ফাইল চিত্র
কোভিড পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকার ৬টি ‘এমপাওয়ার্ড গ্রুপ’ তৈরি করেছিল। এ বার সেই গ্রুপের সংখ্যা পুনর্গঠিত করে মোট ১০ করা হল। এর পাশাপাশি শনিবার টিকা দেওয়া ও মেডিক্যাল অক্সিজেনের জোগানে নজর রাখার জন্য একটি প্যানেলও গঠন করেছে কেন্দ্রীয় সরকার।
নীতি আয়োগ (স্বাস্থ্য)-এর সদস্য ভি কে পাল ওই প্যানেলের নেতৃত্বে। তিনি ছাড়াও ওই প্যানেলে ১০ সদস্য রয়েছেন। তাঁরা টিকা সংগ্রহ, উত্পাদন, সরবরাহ ব্যবস্থা, দৈনিক সরবরাহ ও ব্যবহারের তদারকি করবেন। এ ছাড়াও নষ্ট হওয়া টিকার পরিমাণও খতিয়ে দেখবেন। দেশে মেডিক্যাল অক্সিজেনের প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে সড়ক পরিবহণ মন্ত্রকের সচিব গিরিধর আরামনেকে একটি ‘এমপাওয়ার্ড গ্রুপ’-এর আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে।
আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স-সহ বিশ্বের অনেক দেশ থেকে ইতিমধ্যেই কোটি কোটি ডলার এসে পৌঁছেছে ভারতে। পৌঁছে গিয়েছে বিপুল পরিমাণে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার, এন-৯৫ মাস্ক, ভেন্টিলেটর, পাল্স অক্সিমিটার, ওষুধ ও কোভিড চিকিৎসায় অত্যাবশ্যক সরঞ্জাম। সূত্রের খবর, সে সবের বিলিবণ্টন কী ভাবে করা হবে, কারা তার দায়িত্বে থাকবে, রাজ্যগুলি কী কী পরিমাণে সে সব পাবে, ওই পরিমাণ কী ভাবে নির্ধারিত হবে, সে ব্যাপারে কেন্দ্রের কোনও মন্ত্রকের কাছ থেকেই সদুত্তর মিলছিল না। তাই এই বিষয়ে ধোঁয়াশা কাটাতে প্যানেল করল কেন্দ্রীয় সরকার।