সীমান্তবর্তী গ্রামগুলিকে স্বনির্ভর করে তুলতে সেনা ও বিমানবাহিনীর সাহায্য চাইলেন অরুণাচলপ্রদেশের রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নির্ভয় শর্মা। ইটানগরে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে রাজ্যপাল জানান, সীমান্তের প্রত্যন্ত কয়েকটি গ্রাম সেনা ও বিমানবাহিনীর উপরে নির্ভরশীল। বাহিনীর নিজস্ব যোগাযোগ, স্বাস্থ্য ও অন্যান্য পরিকাঠামো সীমান্তের ওই গ্রামগুলির সঙ্গে আরও বেশি ভাগ করলে গ্রামবাসীদের নিরাপত্তাবোধ বাড়বে।