News Of The Day

দুই রাজ্যে ভোটগ্রহণ, বুথফেরত সমীক্ষাও। দিল্লিতে কি কৃত্রিম বৃষ্টির অনুমতি মিলবে। আর কী কী

আজ এক দফাতেই ভোট হবে মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের সব ক’টিতে। সেই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ০৭:০৭
Share:

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন, দ্বিতীয় দফার ভোটে ঝাড়খণ্ড, কয়েকটি রাজ্যে উপনির্বাচনও

Advertisement

আজ এক দফাতেই ভোট হবে মহারাষ্ট্রের ২৮৮টি বিধানসভা কেন্দ্রের সব ক’টিতে। সেই সঙ্গে দ্বিতীয় তথা শেষ দফার ভোটগ্রহণ বাংলার পড়শি রাজ্য ঝাড়খণ্ডের ৮১টির মধ্যে ৩৮টি বিধানসভা আসনেও। কংগ্রেস সাংসদের মৃত্যুর কারণে মহারাষ্ট্রের নান্দেড় লোকসভা আসনে উপনির্বাচন হবে বুধে। সেই সঙ্গে উত্তরপ্রদেশের ন’টি, পঞ্জাবের চারটি, কেরল এবং উত্তরাখণ্ডের একটি করে বিধানসভা আসনেও।

দুই রাজ্যে ভোটগ্রহণ শেষে কী বলছে বুথফেরত সমীক্ষা

Advertisement

সন্ধ্যায় বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হবে, দুই রাজ্যের বুথ ফেরত সমীক্ষার ফল। যদিও ভারতীয় গণতন্ত্রের ইতিহাস বলছে, অনেক সময়ই এমন সমীক্ষার সঙ্গে প্রকৃত ফল মেলে না। যার সাম্প্রতিকতম উদাহরণ গত মাসে হরিয়ানার বিধানসভা ভোট।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

দিল্লিতে কৃত্রিম বৃষ্টি নামানোর অনুমতি দেবে কি কেন্দ্র

ঘন ধোঁয়াশায় ঢেকে রয়েছে দিল্লি। কড়া পদক্ষেপ করেও দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। এই পরিস্থিতিতে কৃত্রিম বৃষ্টিই একমাত্র দেশের রাজধানীকে দূষণ থেকে রক্ষা করতে পারে বলে দাবি করলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করে মঙ্গলবার চিঠি দিলেন তিনি। অনুমতি কি মিলবে?

অশান্ত মণিপুরে রাজনৈতিক ডামাডোলও, ফিরবে শান্তি?

অশান্ত মণিপুরে পরিস্থিতির নতুন করে অবনতি না হলেও পুরোপুরি শান্ত হয়নি। বিষয়টি নিয়ে বিধায়কদের মধ্যেও চাপানউতোর শুরু হয়েছে। স্বস্তিতে নেই বিজেপি। ইতিমধ্যে সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ। সেখানকার পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে।

রাজ্য জুড়ে ঠান্ডা আমেজ, কোথায় কতটা পারদপতন

মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গের সব জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন কুয়াশায় ঢাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আট জেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement