NGO

বিদেশি দানে কড়াকড়ি

নয়া আইনে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের আধার নম্বর জানানো বাধ্যতামূলক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৪:০৯
Share:

প্রতীকী চিত্র।

বিদেশি অনুদান নেওয়া স্বেচ্ছাসেবী সংস্থা তথা এনজিও-র জন্য নিয়ম আরও কঠোর করল সরকার। বুধবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, বিদেশি সাহায্য নিতে চাইলে সংস্থাগুলিকে ভারতে অন্তত তিন বছর কাজ এবং সেবার কাজে এ দেশে অন্তত ১৫ লক্ষ টাকা খরচ করে থাকতে হবে। বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ)-এ নাম নথিভুক্ত করতে হলে সংস্থাকে দাতার লিখিত প্রতিশ্রুতিপত্র জমা দিতে হবে। কী কাজে অর্থ দেওয়া হচ্ছে, তারও উল্লেখ থাকতে হবে তাতে। এফসিআরএ সংশোধিত হয়েছে দু’মাস আগে। নয়া আইনে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের আধার নম্বর জানানো বাধ্যতামূলক। অফিস চালাতে তহবিলের ২০%-এর বেশি খরচ করা যাবে না। ভোটপ্রার্থী, রাজনৈতিক দল, আইনসভার সদস্য ও সরকারি চাকুরেরা বিদেশি অনুদান নিতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement