Crime

পাঁচ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন সরকারি কর্মী

ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে এলাকার। এক ব্যক্তির কাছ থেকে ওই সরকারি কর্মী পাঁচ হাজার টাকা ঘুষ নেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৫৪
Share:

—প্রতীকী চিত্র।

ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল সরকারি কর্মীকে। ঘটনাটি মহারাষ্ট্রের ঠাণে এলাকার। এক ব্যক্তির কাছ থেকে ওই সরকারি কর্মী পাঁচ হাজার টাকা ঘুষ নেন বলে অভিযোগ। শুক্রবার এই ঘটনার কথা জানিয়েছেন সে রাজ্যের দুর্নীতি দমন শাখা।

Advertisement

ধৃতের নাম শ্রীপত খাদে। ৫২ বছর বয়সি ওই প্রৌঢ় সিনিয়র ক্লার্ক হিসাবে কর্মরত। মহারাষ্ট্র জীবন প্রাধিকরণ নামে সরকারের একটি কর্মসূচিতে ঠিকাদার হিসাবে নিয়োগের পরিবর্তে এক ব্যক্তির কাছ থেকে ওই সরকারি কর্মী পাঁচ হাজার টাকা ঘুষ নেন বলে অভিযোগ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সরকারি কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ নতুন নয়। গত জুলাই মাসে মধ্যপ্রদেশের কটনি এলাকায় ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন সে রাজ্যের রাজস্ব দফতরের এক কর্মী। ধরা পড়ার পর ঘুষের টাকা গিলে ফেলেন ওই সরকারি কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement