মুডি’জ রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রীর দফতর। তাদের দাবি, ওই রিপোর্ট আসলে মুডি’জ অ্যানালিটিক্সের এক জুনিয়র অর্থনীতিবিদের ব্যক্তিগত মতামত। সম্প্রতি আর্থিক পরিস্থিতির বিশ্লেষক সংস্থা মুডি’জ অ্যানালিটিক্স-এর একটি রিপোর্টকে হাতিয়ার করেছিল বিরোধীরা। যেখানে অসহিষ্ণুতার আবহ নিয়ে উদ্বেগ জানানো হয়। বলা হয়েছিল, আর্থিক সংস্কারে বিরোধীদের কাছে টানতে কিছুই করেনি কেন্দ্র। উল্টে বিজেপি সদস্যেরা বিতর্কিত মন্তব্য করছেন। নরেন্দ্র মোদী তাঁদের নিয়ন্ত্রণ না করলে কেন্দ্রীয় সরকার বিশ্বাসযোগ্যতা হারাবে বলেও আশঙ্কা করা হয় রিপোর্টে।