Jammu And Kashmir

উপত্যকায় সেনা কলোনি গঠনে তৎপর প্রশাসন

যদিও বদগামের রাখ-এ-আর্থ অঞ্চলটি মূলত জলাভূমি। বাস্তুতান্ত্রিক কারণে সেখানে নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন থাকছেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীনগর শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২০ ০৩:৪১
Share:

—ফাইল চিত্র।

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা রদের বছরখানেকের বেশি পেরিয়ে যাওয়ার পরে অবশেষে সৈনিক কলোনির জন্য মধ্য কাশ্মীরের বদগাম জেলায় জমি চিহ্নিত করল প্রশাসন।
জম্মু-কাশ্মীরের অবসরপ্রাপ্ত সেনাকর্মী ও তাঁদের পরিজনের থাকার জন্য এই কলোনি তৈরি করা হচ্ছে। পাশাপাশি মৃত সেনাকর্মীদের স্ত্রী ও পরিবারের থাকারও বন্দোবস্ত করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন।
বদগামের তহশিলদার নুসরত আজ়িজ় আনন্দবাজারকে জানিয়েছেন, বেমিনা শ্রীনগরের কাছে রাখ-এ-আর্থ অঞ্চলে ২০০ ক্যানাল জমি চিহ্নিত করা হয়েছে। চলতি বছরের অক্টোবরে সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের তরফে চিঠি দিয়ে ওই ২০০ ক্যানাল জমির প্রস্তাব দেওয়া হয় বলে জানিয়েছেন নুসরত।
যদিও বদগামের রাখ-এ-আর্থ অঞ্চলটি মূলত জলাভূমি। বাস্তুতান্ত্রিক কারণে সেখানে নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন থাকছেই।
২০১৫ সালে তৎকালীন রাজ্যপাল এন এন ভোহরার নেতৃত্বাধীন রাজ্য সৈনিক বোর্ড (আরএসবি) শ্রীনগরের কাছে ওল্ড এয়ারপোর্ট অঞ্চলে সৈনিক কলোনি নির্মাণের অনুমোদন দিয়েছিল। প্রাথমিক ভাবে শ্রীনগর ডিভিশনে জমি বরাদ্দের চিন্তা করা হলেও জমির অভাবে বদগাম অঞ্চলেও জমির দেখাশোনা শুরু হয়। সূত্রের খবর, জম্মু-কাশ্মীর প্রশাসন রাজস্ব দফতর কলোনি তৈরির জন্য সৈনিক কল্যাণ দফতরের (এসডব্লুবি) সঙ্গে যোগাযোগ করেছে।
জম্মু ডিভিশনে ইতিমধ্যেই তিনটি সৈনিক কলোনি রয়েছে। উপত্যকাতেও তেমনই আবাসন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০১৬ সালে কাশ্মীরে কলোনি
তৈরির তোড়জোড় করতেই ব্যাপক প্রতিবাদ দেখা গিয়েছিল কাশ্মীরে। হুরিয়ত কনফারেন্স ও জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট যৌথ ভাবে এর বিরোধিতা করেছে। জম্মু-কাশ্মীর বিধানসভায় কলোনি তৈরি নিয়ে তীব্র চাপান-উতোরে জড়িয়েছেন তৎকালীন যুযুধান প্রতিপক্ষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement