National News

বাজারে এ বার প্লাস্টিকের নোট আনছে সরকার

কাগজের নোটের পরিবর্তে পরীক্ষামূলক ভাবে বাজারে প্লাস্টিকের নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সে মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার লোকসভা অধিবেশনে এ কথা লিখিত ভাবে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৬ ১৮:০৫
Share:

প্রতীকী ছবি।

কাগজের নোটের পরিবর্তে পরীক্ষামূলক ভাবে বাজারে প্লাস্টিকের নোট আনতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। সে মতো প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শুক্রবার লোকসভা অধিবেশনে এ কথা লিখিত ভাবে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। নোট বাতিলের ধাক্কা সামলে ওঠার আগেই এমন সিদ্ধান্ত কেন নিল মোদী সরকার! অর্থ প্রতিমন্ত্রী জানান, সরকার এই সিদ্ধান্তের কথা পার্লামেন্টে ২০১৪-র ফেব্রুয়ারিতেই জানিয়েছিল। তখনই জানানো হয়, একশো কোটি ১০ টাকার প্লাস্টিকের নোট পরীক্ষামূলক ভাবে দেশের পাঁচটি শহরে দেওয়া হবে। এই পাঁচ শহরের মধ্যে রয়েছে কোচি, মহীশূর, জয়পুর, সিমলা এবং ভুবনেশ্বর। কিন্তু প্লাস্টিকের নোট কেন? অর্থমন্ত্রকের ব্যাখ্যা, প্লাস্টিক নোটের গড় আয়ু প্রায় পাঁচ বছর আর এই নোট নকল করাও কঠিন। শুধু তাই নয়, এই নোট পরিস্কার করেও নেওয়া যাবে। এ দিন সংসদে অন্য এক প্রশ্নের জবাবে অর্জুন রাম জানান, ২০১৫ সালে আরবিআই-এর কাছে ১০০০ টাকার বেশ কিছু নোট জমা পড়ে যে গুলিতে ‘সিকিউরিটি থ্রেড’ ছিলই না। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন। তা কবে থেকে বাজারে আসছে এই প্লাস্টিকের নোট? অর্জুন রাম জানান, এই নোট তৈরির যাবতীয় উপাদান সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

আরও পড়ুন: ছক মোদীর বাড়িতেই, চুপিসাড়ে কাজ করেছে মোদীর ‘টিম অফ সিক্স’!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement