কোহিনূর ফিরিয়ে আনার বিষয়ে সরকার কী ভাবছে? জানতে চাইল সুপ্রিম কোর্ট। কোহিনূর ফিরিয়ে আনার একটি মামলার শুনানিতে মুখ্য বিচারক টি এস ঠাকুর সরকার পক্ষের আইনজীবীর কাছে এই প্রশ্ন করেন। তিনি জানান, ভারত ছাড়াও পাকিস্তান এবং বাংলাদেশও কোহিনূর তাদের বলে দাবি করছে। টি এস ঠাকুর, কোহিনূর ফিরিয়ে আনতে ভারত কী পদক্ষেপ নিচ্ছে।
এক সময় এ দেশ থেকে বহুমূল্য কোহিনূর হিরে লুঠ করে নিয়ে গিয়েছিল ব্রিটিশ শাসকরা। সে হিরে এখন ইংল্যান্ডের রানির মুকুটে শোভা পায়। এর আগেও বহুবার এই হিরে ফেরানোর দাবি উঠেছিল। সে কথায় বিশেষ কান দেয়নি করেনি ব্রিটিশ রাজ পরিবার। পরে কোহিনূর ফিরিয়ে আনতে চেয়ে একাধিক মামলাও হয়েছে। এ দেশের শীর্ষ আদালতে এই মামলাটি করেছিল মানবাধিকার কমিশন এবং সোশ্যাল জাস্টিস ফ্রন্ট।