Google Photos

Google Photos: ১ জুন থেকে ১৫ জিবির বেশি গুগল ফোটোজের জায়গা ব্যবহার করতে দিতে হবে টাকা

এত দিন গুগল ফোটোজে বিনামূল্যে স্টোরেজ রাখা যেত। কিন্তু আনলিমিটেড এই স্টোরেজের সুবিধা শেষ হতে চলেছে আগামী পয়লা জুন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ মে ২০২১ ১৯:৪৬
Share:

সংগৃহীত ছবি

১৫ জিবির বেশি গুগল ফোটোজের জায়গা ব্যবহার করতে হলে দিতে হবে টাকা, আগেই ঘোষণা করেছে গুগল। এই নিয়ম চালু হবে আগামী ১ জুন থেকে। স্বাভাবিক কারণে যাঁরা ক্লাউডে ছবি, ভিডিয়ো সঞ্চয় করে রেখে ফোন বা ল্যাপটপ খালি করে রাখতে চান, এ বার তাঁদের দিতে হবে টাকা। এত দিন গুগল ফোটোজে বিনামূল্যে স্টোরেজ রাখা যেত। কিন্তু আনলিমিটেড এই স্টোরেজের সুবিধা শেষ হতে চলেছে আগামী পয়লা জুন। গুগল ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তারা বিনামূল্যে ফোটো ও ভিডিয়ো ব্যাকআপ সাপোর্ট দেওয়া বন্ধ করে দেবে।

Advertisement

তবে ১ জুনের আগে এই বিষয়ে ছাড় থাকছে। অর্থাৎ যে ব্যাকআপ ১ জুনের আগে হবে, সেগুলি বিনামূল্যে পাওয়ার জায়গায় আছে বলেই ধরা হবে। স্টোরেজ লিমিটের ক্ষেত্রে আর এই সময়ের মধ্যে সেভ করা ছবি-ভিডিয়ো ধরা হবে না। গুগল জানিয়েছে, ১ জুন থেকে ১৫ জিবি পর্যন্ত ছবি ও ভিডিয়ো রাখতে কোনও টাকা খরচ করতে হবে না। তবে তার বেশি রাখার ক্ষেত্রে মাসে গুনতে হবে টাকা। গুগল ওয়ান সাবস্ক্রিপশন নিয়ে আপনি পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন।

গুগল ওয়ান ১০০ জিবি থেকে ৩০ টিবি ক্লাউড স্টোরেজের সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে এসেছে। ১০০ জিবি স্টোরেজের জন্য মাসে ১৩০ টাকা বা বছরে ১ হাজার ৩০০ টাকার প্ল্যান নিতে হবে। ২০০ জিবি-র জন্য মাসে ২১০ টাকা বা বছরে ২ হাজার ১০০ টাকা দিতে হবে। ২ টিবি-র জন্য প্রতি মাসে ৬৫৯ টাকা বা বছরে ৬ হাজার ৫০০ টাকা ব্যয় করতে হবে। তবে আশ্চর্যজনক ভাবে, একই প্ল্যানগুলি গুগল ওয়ান-এর আইওএস অ্যাপ্লিকেশনটিতে আলাদা আলাদা দামে রয়েছে। যা আপনাকে অতিরিক্ত ভাবে গুগল অ্যাকাউন্টে স্টোরেজ দেখতে ও তা পরিচালনা করতে দেয়।

Advertisement

গুগল ওয়ান অ্যাপ্লিকেশনটিতে যথাক্রমে ৩ হাজার ২৪৯ টাকা, ৬ হাজার ৫০০ টাকা ও ৯ হাজার ৭০০ টাকা মাসিক চার্জে ১০ টিবি, ২০ টিবি ও ৩০ টিবি স্টোরেজের প্ল্যান আছে। বেশি স্টোরেজ বা কম স্টোরজের জন্য প্রয়োজন অনুযায়ী প্ল্যান পরিবর্তন করা যাবে। গুগল ওয়ান অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশনও প্ল্যাটফর্ম অনুযায়ী ব্যাকআপ ও স্টোরেজ পরিচালনা করতে দেবে। ব্যবহারকারীরা অ্যাপের মাধ্যমে গুগল সাপোর্টও ব্যবহার করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement