অভিজাত বসন্তকুঞ্জ এলাকায় বেশ কয়েক দিন ধরেই চুরি-ডাকাতি শুরু হয়েছিল। অবশেষে গুগল ঘেঁটে এবং সিসিটিভি ফুটেজ মিলিয়েই সেই চুরির কিনারা করল পুলিশ। শার্টের হাতা গোটানোর বিশেষ কায়দাই ধরিয়ে দিল সেই হাই প্রোফাইল চোরকে।
১৫ অগস্ট পুলিশ গ্রেফতার করেছে সিদ্ধার্থ মেহরোত্রা (২৭) এবং তার দুই সঙ্গী জিতেন্দ্র যাদব ও অনুরাগ সিংহ। পুলিশ জানিয়েছে, সিদ্ধার্থ এক অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীর ছেলে। অ্যানিমেশনে ডিপ্লোমা করেছে। আগেও চুরির ঘটনায় নাম জড়িয়েছিল তার। ২০১৫ সালে নয়ডায় গ্রেফতার হয় সিদ্ধার্থ। জামিনে মুক্ত ছিল সে। দিল্লি ও উত্তরপ্রদেশে ১১টি চুরির মামলা রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি বসন্তকুঞ্জের মতো অভিজাত এলাকায় রাজনীতিবিদ, আমলা ও বড় ব্যবসায়ীদের বাড়িতে চুরির ঘটনা ঘটছিল। তাতে চিন্তায় ছিল পুলিশ। এর পরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে দেখতেই সব চোরেদের রেকর্ডও ঘেঁটে দেখা হয়। গুগলে সন্দেহভাজনদের বিষয়ে সার্চ করা হতে থাকে। সেখানেই ‘অফিসারের ছেলে’ লিখে সার্চ করা হলে হদিস মেলে সিদ্ধার্থের। তার পরে তার ফেসবুক প্রোফাইল সার্চ করতে গিয়ে পুলিশের নজরে আসে শার্টের হাতা গোটানোর বিশেষ কায়দা। যা সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলে গিয়েছে। তার পরেই গ্রেফতার করা হয় সিদ্ধার্থকে।