কার্টুনিস্ট আরকে লক্ষ্ণণের ৯৪তম জন্মদিন ডুডলে নিয়ে এল গুগল ইন্ডিয়া। আজকের গুগলে দেখা যাচ্ছে ‘কমন ম্যান’ কার্টুন আঁকছেন আরকে লক্ষ্ণণ। এই কার্টুনই তাঁকে বসিয়েছিল খ্যাতির শিখরে। ম্যাগসাইসাই লরিয়েট লক্ষ্ণণের আঁকা প্রথম কার্টুন প্রকাশিত হয় ১৯৫০ সালে।
এর পর থেকে সময়ে সময়ে বিভিন্ন সামাজিক ইস্যু উঠে এসেছে তাঁর কার্টুনে। গুগল ইন্ডিয়ার বিবৃতিতে জানানো হয়েছে, কমন ম্যান চরিত্রের জন্য বিখ্যাত হয়েছিলেন আরকে লক্ষ্ণণ। কীভাবে সমাজের অসাম্য ও দ্বিচারিতার বিরুদ্ধে নীরব প্রতিবাদ করা যায় তা দেখিয়ে দিয়েছিলেন তিনি।
আজ গুগল ইন্ডিয়ার সাদা-কালো ডুডলে ফুটে উঠেছে ডুডলের আর্ট স্টুডিও। ছড়িয়ে রয়েছে ক্যানভাস। একটা চেয়ারে বসে ক্যানভাসে ‘কমন ম্যান’ আঁকছেন লক্ষ্ণণ। আর ক্যানভাসের পিছনে সংবাদ পত্র খুলে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং কমন ম্যান। ডুডলের সঙ্গে মানানসই করতে গুগলের লোগোও আজ সাদা-কালো।
১৯২১-এর ২৪ অক্টোবর জন্ম আরকে লক্ষ্ণণের। ‘ইউ সেড ইট’ কমিক স্ট্রিপ দিয়ে কার্টুনিস্ট কেরিয়ার শুরু করেন তিনি। দাদা আরকে নারায়ণের লেখা ‘মালগুড়ি ডেজ’ অবলম্বনে টেলিভিশন শো-এর কার্টুনও এঁকেছিলেন তিনি। চলতি বছরের ২৬ জানুয়ারি পুনেতে মৃত্যু হয় লক্ষ্ণণের।