Train Accident

আবার বেলাইন ট্রেন, ছত্তীসগঢ়ে লাইনচ্যুত মালগাড়ির ন’টি ওয়াগন

ছত্তীসগঢ়ের জাঞ্জগীর-চম্পা জেলার অকলতরা স্টেশনে বেলাইন হয় মালগাড়িটি। এই ঘটনার জেরে বিলাসপুর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ২০:৪৬
Share:

ছত্তীসগঢ়ে লাইনচ্যুত মালগাড়ি। ছবি: টুইটার।

আবার বেলাইন হল ট্রেন। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ে লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ির ন’টি ওয়াগন। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ছত্তীসগঢ়ের জাঞ্জগীর-চম্পা জেলার অকলতরা স্টেশনে বেলাইন হয় মালগাড়িটি। এই ঘটনার জেরে বিলাসপুর শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। কী কারণে মালগাড়ি বেলাইন হল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

গত ২ জুন ওড়িশার বালেশ্বরে বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। যে দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। জখম হন আরও অনেকে। এই দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেন এবং মালগাড়ি লাইনচ্যুত হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। বার বার ট্রেন বেলাইনের ঘটনায় যাত্রীসুরক্ষা নিয়ে আবার প্রশ্ন উঠল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement