INS Vikrant

বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে তরুণ নাবিকের রহস্যমৃত্যু, উদ্ধার করা হল ঝুলন্ত দেহ

বৃহস্পতিবার সকালে আইএনএস বিক্রান্ত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল ১৯ বছরের এক নাবিকের দেহ। কী কারণে মৃত্যু, খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে নৌবাহিনী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ১৫:৪০
Share:

—প্রতীকী চিত্র।

বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল ১৯ বছরের এক নাবিকের দেহ। বৃহস্পতিবার সকালে ওই নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর জানা গিয়েছে।

Advertisement

ওই তরুণ নাবিক আত্মহত্যা করেছেন বলে অনুমান। ভারতীয় নৌবাহিনীর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। অনুসন্ধান করে দেখা হবে।’’

Advertisement

ইন্ডিয়া টু’ডে সূত্রে খবর, ওই নাবিক বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। তবে কোন এলাকায় রণতরী থেকে নাবিকের দেহ উদ্ধার করা হয়েছে, তা জানা যায়নি। আত্মহত্যা হলে তা কী কারণে, তা-ও স্পষ্ট নয়। এই ঘটনায় পুলিশেও মামলা রুজু করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement