Major Accident averted

করমণ্ডল দুর্ঘটনার রেশ কাটার আগেই জবলপুরে বেলাইন রান্নার গ্যাসবোঝাই মালগাড়ির দু’টি ওয়াগন

মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই একটি মালগাড়ি জবলপুরের ভারত পেট্রোলিয়াম ডিপোয় গ্যাস দিতে যাচ্ছিল। সেই সময়ই আচমকাই মালগাড়ির দু’টি গ্যাসভর্তি ওয়াগন বেলাইন হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জবলপুর শেষ আপডেট: ০৭ জুন ২০২৩ ১০:২৫
Share:

জবলপুরে বেলাইন হয়ে পড়া গ্যাসবোঝাই ওয়াগন। ছবি: সংগৃহীত।

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল ট্রেন। এ বার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জবলপুর। মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই দু’টি ওয়াগন বেলাইন হয়ে যায়। মালগাড়িটি একটি গ্যাস কারখানায় গ্যাস পৌঁছে দিচ্ছিল, সেই সময়ই বেলাইন হওয়ার ঘটনাটি ঘটে।

Advertisement

ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার দুঃসহ স্মৃতি এখনও অমলিন। তার মধ্যেই বড়সড় দুর্ঘটনা এড়াল অন্য একটি ট্রেন। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই একটি মালগাড়ি জবলপুরের ভারত পেট্রোলিয়াম ডিপোয় গ্যাস দিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই মালগাড়ির দু’টি গ্যাসভর্তি ওয়াগন বেলাইন হয়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার খবর পেয়েই অকুস্থলের উদ্দেশে রওনা দেন রেলের আধিকারিকেরা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভেহিকল। উদ্ধারকাজ চলছে জোরকদমে। বেলাইন হওয়ার ঘটনার হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে ট্রেন বেলাইন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement