মৃত যুবক রাজু। ছবি: সংগৃহীত।
দিল্লির মঙ্গলপুরী এলাকায় বাবার সঙ্গে রাস্তার ধারে ঠেলা গাড়ি নিয়ে ফুচকা বিক্রি করতেন বছর চব্বিশের রাজু। প্রতি দিনের মতো রবিবারও বিক্রি-বাটার পর দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। রাত তখন সাড়ে ১১টা। বাবা রাধেশ্যামের পিছনে পিছনেই আসছিলেন রাজু। মঙ্গলুপুরীর ১ নম্বর ব্লকে রাজুর বাড়ি।
যখন রাজু বাড়ির ঠিক কাছাকাছি পৌঁছন, সে সময় পাঁচ মদ্যপ যুবক তাঁর পথ আটকে দাঁড়ায়। রাজুকে তারা বলে ফুচকা দেওয়ার জন্য। রাজু তাদের বোঝানোর চেষ্টা করেন দোকান বন্ধ হয়ে গিয়েছে। তাই এখন ফুচকা দিতে পারবেন না তিনি। কেন ফুচকা দিতে পারবে না? এই বলে পাঁচ জন মিলে প্রথমে রাজুকে বেধড়ক মারে। তাদের মধ্যে থেকেই এক জন ছুরি বের করে ১৮ বার কোপায়।
আরও পড়ুন: লোকসান বাড়ছে, হুকিং রুখতে আসরে তৃণমূল নেতৃত্ব
রাজুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃদুভাষী রাজু তাঁর ব্যবসা নিয়েই থাকতেন বালে জানান এক প্রতিবেশী। তাঁরা অভিযুক্তদের শাস্তির দাবি জানান। এই ঘটনার তদন্তে নেমে প্রতিবেশীদের বয়ানের ভিত্তিতে তিন জনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ওই পাঁচ জনের মধ্যে দুই নাবালকও ছিল। এই ঘটনায় পুলিশ গোগি (২২), অনিল (২৮) ও নিখিল (২৪) নামে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের জেরা করে জানতে পারা যায়, ওই দিন তারাই রাজুকে খুন করেছিল।