দুষ্কৃতীদের হাতে খুন হলেন ‘গোল্ড ম্যান’ দত্তা ফুগে (৪৮)। কয়েক বছর আগেই ১.২৭ কোটির সোনার শার্ট কিনে বিখ্যাত হয়ে ওঠেন পুণের এই ব্যবসায়ী। বৃহস্পতিবার রাতে ছেলের সামনেই খুন হন ফুগে। ওই রাতে পার্টি থেকে ফেরার পথে ফুগে ও তাঁর ২২ বছরের ছেলের উপর হামলা হয়। গাড়ি থেকে বার করে তাঁকে প্রথমে কোপানো হয়। পরে ভারী পাথর দিয়ে আঘাত করা হয় মাথায়। যদিও বেঁচে যান ছেলে। অভিযুক্তদের এক জনের বাড়ি থেকেই নেমন্তন্ন খেয়ে ফিরছিলেন ফুগে। টাকাপয়সা নিয়ে ঝামেলার জেরেই সম্ভবত এই খুন।