Goat

Viral: ‘মানুষের মতো’ দেখতে বাচ্চার জন্ম দিল ছাগল! হুলস্থুল অসমের কাছাড়ে

সদ্যোজাত ছাগলের বাচ্চাটিকে দেখতে ওই গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন আশপাশের গ্রামের বাসিন্দারাও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১২:৩৩
Share:

অদ্ভুতদর্শন ছাগলের বাচ্চা। ছবি: সংগৃহীত।

‘মানুষের মতো’ দেখতে বাচ্চা জন্ম দিয়েছে ছাগল। এই খবর চাউর হতেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাতে শুরু করেছেন অসমের কাছাড়ে। গঙ্গাপুর গ্রামের এমন ঘটনায় হতবাক অনেকেই।

জানা গিয়েছে, ওই গ্রামেরই এক বাসিন্দার পোষ্য ছাগল যে বাচ্চা দিয়েছে তার মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। তবে কান ছাগলের মতোই। চারপেয়ে নয়, ছাগলের সেই বাচ্চার আবার দু’টি পা।

Advertisement

সদ্যোজাত ছাগলের বাচ্চাটিকে দেখতে ওই গ্রামে ভিড় জমাতে শুরু করেছেন আশপাশের গ্রামের বাসিন্দারাও। ছাগলের মালিক জানিয়েছেন, সোমবার ছাগলটি বাচ্চার জন্ম দেয়। অদ্ভুত দেখতে সেই বাচ্চাকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন তিনি। যদিও বাচ্চাটি বেশি ক্ষণ বাঁচেনি। পরিপুষ্ট এবং স্বাভাবিক ভাবে বৃদ্ধি না পাওয়ায় এমন অদ্ভুত দেখতে হয়েছে বলে স্থানীয় পশু চিকিৎসকদের মত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement