Rajasthan Crime

কিশোরীকে ‘ধর্ষণ’ করে ছুড়ে ফেলা হল ইটভাটায়, আরও দেহ থাকতে পারে, রাজস্থানে দাবি স্থানীয়দের

স্থানীয় সূত্রে খবর, বুধবার মায়ের সঙ্গে ছাগল চরাতে বেরিয়েছিল ওই কিশোরী। তার কয়েক ঘণ্টা পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর পুলিশে অভিযোগও জানানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

জয়পুর শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ১২:২৮
Share:

—প্রতীকী ছবি।

রাজস্থানে মহিলাদের সার্বিক পরিস্থিতি নিয়ে অশোক গহলৌত সরকারের সঙ্গে কেন্দ্রের তরজা অব্যাহত। সেই আবহেই এক ১৪ বছর বয়সি কিশোরীর মৃত্যুতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে সে রাজ্যে। বৃহস্পতিবার ভোরে রাজস্থানের ভিলওয়াড়ায় একটি ইটভাটা থেকে ওই কিশোরীর দগ্ধ দেহাবশেষ উদ্ধার হয়। এই ঘটনায় সারা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। বিরোধী বিজেপি গোষ্ঠীর বেশ কয়েক জন নেতাও ঘটনাস্থলে এসে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন। গ্রামবাসীদের একাংশের দাবি, ওই ইটাভাটার মধ্যে আরও মৃতদেহ থাকতে পারে। ফরেন্সিকের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে।

Advertisement

পুলিশের অনুমান, ওই কিশোরীকে খুনের আগে গণধর্ষণ করা হয়। ধর্ষণের পরে প্রমাণ লোপাটের জন্য তার দেহ ইটভাটায় ছুড়ে ফেলা হয় বলেও মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে তিন স্থানীয়কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার মায়ের সঙ্গে ছাগল চরাতে বেরিয়েছিল ওই কিশোরী। তার কয়েক ঘণ্টা পর থেকেই সে নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর পুলিশে অভিযোগও জানানো হয়। বুধবার সন্ধ্যার পর কিশোরীকে খুঁজতে বেরোন তার পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোরে বাড়ির কাছে একটি ইটভাটা থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই কিশোরীর জ্বলন্ত দেহাবশেষের মধ্যে হাড়, একটি রুপোর নূপুর এবং জুতা উদ্ধার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement