Rat Poison

মাজন ভেবে ইঁদুর মারার ওষুধ দিয়ে দাঁত মাজল তিন বছরের শিশু, করুণ পরিণতি

নেহার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়িতে রং হচ্ছিল। সে সময় সব জিনিসপত্র জড়ো করে এক জায়গায় রাখা ছিল। সেখান থেকেই টিউবটি তুলে নিয়ে যায় নেহা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ২০:৩৪
Share:
মৃত সেই শিশু নেহা রোজ়।

মৃত সেই শিশু নেহা রোজ়। ছবি: সংগৃহীত।

তিন বছরের শিশু খেলতে খেলতে তুলে এনেছিল একটা টিউব। তার মধ্যে ছিল সাদা রঙের এক রকম পদার্থ। মাজন ভেবে সেই দিয়েই দাঁত মেজে নেয় শিশুটি। আর তাতেই বিপত্তি। মৃত্যুর কোলে ঢলে পড়ে নেহা রোজ়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই টিউবে ছিল ইঁদুর মারা বিষ। কেরলের পলাক্কড়ের ঘটনা।

Advertisement

নেহার পরিবার সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়িতে রং হচ্ছিল। সে সময় সব জিনিসপত্র জড়ো করে এক জায়গায় রাখা ছিল। সেখান থেকেই টিউবটি তুলে নিয়ে যায় নেহা। তা থেকে রাসায়নিক বার করে নিজের দাঁত মাজে সে। তার পরেই অসুস্থ হয়ে পড়ে সে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে থেকে জেলা হাসপাতাল এবং পরে কোট্টায়াম মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। যদিও শেষরক্ষা হয়নি।

এই ঘটনার পরে ভেঙে পড়েছে নেহার পরিবার। সতর্ক করেছেন চিকিৎসকেরা। তাঁদের পরামর্শ, ঘরে বাচ্চারা থাকলে ব্লিচিং, অ্যাসিড, কীটনাশকের মতো জিনিসপত্র তাদের নাগালের বাইরে রাখা প্রয়োজন। বাদাম, বোতাম, কয়েনও শিশুদের নাগালের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement