Murder

Murder: অশ্লীল মন্তব্য করে পড়শি যুবক উত্ত্যক্ত করতেন প্রতি দিন, বুকে ছুরি বসিয়ে খুন কিশোরীর

পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম রাম নাথ। কিশোরীর অভিযোগ, তাকে দেখে রাম নাথ প্রতি দিনই অশ্লীল মন্তব্য করতেন। নানা রকম অঙ্গভঙ্গিও করতেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ১৬:০২
Share:

প্রতীকী ছবি।

বাড়ি থেকে বেরোলেই নানা রকম অশ্লীল মন্তব্য করে উত্ত্যক্ত করতেন প্রতিবেশী যুবক। প্রতিবাদ করেও কোনও কাজ হয়নি। কিশোরী বিষয়টি তার বাড়িতে জানায়। কিশোরীর বাড়ি থেকে ওই যুবককে সতর্কও করা হয়েছিল। তাতেও কোনও লাভ হয়নি।

Advertisement

কিশোরীকে তার পরেও উত্যক্ত করেন ওই যুবক। বিষয়টি চরমে পৌঁছলে দুই বাড়ির সদস্যরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। অভিযোগ, সেই সময় কিশোরী ওই যুবকের উপর চড়াও হয়। তার হাতে থাকা ছুরি সরাসরি ওই যুবকের বুকে গেঁথে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে।

খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ আসে। কিশোরী এবং তাঁর বাবা-মাকে গ্রেফতার করেছে তারা। পুলিশ জানিয়েছে, মৃত ওই যুবকের নাম রাম নাথ। কিশোরী পুলিশকে জানিয়েছে, তাকে দেখে রাম নাথ প্রতি দিনই অশ্লীল মন্তব্য করতেন। নানা রকম অঙ্গভঙ্গিও করতেন। নিষেধ করা সত্ত্বেও একই কাজ বার বার করতেন। তাঁর উপর আক্রোশের বশেই কিশোরী এই কাজ করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement