ব্যক্তির গলায় কুকুরের চেন। ছবি টুইটার থেকে সংগৃহীত।
বিয়েতে মত ছিল না পাত্রীর বাড়ির লোকের। পরিবারের অমতেই বিয়ে সেরেছিলেন তাঁরা। এই বিয়ে করার জন্য পাত্রীর বাড়ির লোক অমানবিক অত্যাচার চালালো পাত্রের উপর। তাঁকে গলায় কুকুরের চেন বেঁধে ঘোরানো হয়েছে রাস্তায়। সেই সঙ্গে বেদম মার দিয়ে কুকুরের মতো ডাকতে বাধ্য করা হয়েছে।
এই ঘটনা ২০১৯-এর মে মাসে ঘটেছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তির উপর অত্যাচারের ভিডিয়ো ছড়িয়ে পড়ে। তার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
স্ত্রীর পরিবারের হাতে নিগৃহীত হওয়া ওই ব্যক্তির নাম ইকরামুদ্দিন। তিনি বলেছেন, ‘‘আমাদের বিয়েতে অসন্তুষ্ট হওয়ায় ২০১৯-র মে-তে আমাকে মারধর করে ভিডিয়ো করে স্ত্রীর আত্মীয়রা।’’ সঙ্গে তাঁর অভিযোগ, পুলিশে তিনি অভিযোগ জানালেও কোনও পদক্ষেপ করা হয়নি।
বিষয়টি নিয়ে সদর পুলিশ স্টেশনের কনস্টেবল প্রভাত কুমার বলেছেন, ‘‘আমরা একটা ভিডিয়ো পেয়েছি। আমরা সমস্ত দিক বিচার করেই তদন্ত করব।’’ এফআইআর দায়ের করার নির্দেশ উপর মহল থেকে এসেছে বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: ঋতুকালীন সময়ে রান্না করে ‘পিরিয়ড ফিস্ট’ উদ্যাপন মহিলাদের
আরও পড়ুন: স্ট্রেস কাটাতে জুম্বা নাচ বেঙ্গালুরু পুলিশের