প্রতীকী ছবি
শিলচর ডিটেনশন ক্যাম্পের আটকদের নতুন জামাকাপড় দিল দুই বাঙালি সংস্থা। সারা অসম বাঙালি যুব ছাত্র সংস্থা ও সারা অসম বাঙালি যুবছাত্র ফেডারেশন। রবিবার মহাষ্টমীর দুপুরে নতুন জামাকাপড় পেয়ে হিন্দুরা তো বটেই, মুসলমান আটকদের চোখেও জল চলে আসে। বর্তমানে শিলচর ডিটেনশন ক্যাম্পে মোট ৭৪ জন আছেন। তাঁদের ১৩ জন মহিলা। আছে ১০ বছরের শাহানারা বেগমও। ৭ মাস বয়স থেকে সে মায়ের সঙ্গে জেলে। কখনও শিলচরে, কখনও কোকরাঝাড়ে। তাই তার পুজো বলে পৃথক অনুভূতি নেই। নতুন জামা পেয়েছে সে-ও। সারা অসম বাঙালি যুব ছাত্র সংস্থার এক কর্মকর্তা, রথীন্দ্র দাসের কথায় যা ‘আটকদের ক্ষতে কিঞ্চিত প্রলেপ দেওয়ার চেষ্টা’।