SAARC

হবে ‘করোনা তহবিল’, বৈঠকে ঘোষণা মোদীর

ভিডিয়ো সম্মেলনে মোদী বলেন, ‘‘সবাই মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৪:২৬
Share:

সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলোর সঙ্গে ভিডিয়ো সম্মেলন মোদীর। ছবি: পিটিআই।

করোনা মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির বৈঠকে আতঙ্কিত না হওয়ার পরামর্শই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে করোনা-মোকাবিলায় একটি যৌথ তহবিল গড়ার প্রস্তাব দিয়ে মোদীর ঘোষণা, ভারত এই তহবিলে প্রাথমিক ভাবে ১ কোটি মার্কিন ডলার দেবে। সার্ক-এর যে কোনও দেশ জরুরিভিত্তিতে করোনা ভাইরাস মোকাবিলার জন্য এই তহবিলের টাকা ব্যবহার করতে পারবে। বিদেশসচিবেরা বিষয়টি চূড়ান্ত করবেন।

Advertisement

আজ সার্কভুক্ত দেশগুলির প্রধানদের ভিডিয়ো সম্মেলনে মোদী বলেন, ‘‘সবাই মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন, কিন্তু আতঙ্কিত হবেন না।’’ সার্ক নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আমরা জানি না, ভবিষ্যতে এই ভাইরাসের প্রকোপ কত দূর হবে। এই সময়ে আমাদের সবার দূরে সরে যাওয়া নয়, একত্রে থাকাই কাম্য। প্রয়োজন সহযোগিতার, বিভ্রান্তির নয়।’’ করোনা-তহবিলে অর্থের পাশাপাশি প্রধানমন্ত্রী জানিয়েছেন, ডাক্তার, বিশেষজ্ঞ এবং প্রশিক্ষিত কর্মী ও প্রয়োজনীয় যন্ত্রাপাতি সম্বলিত একটি ‘র‌্যাপিড রেসপন্স টিম’ও তৈরি রাখছে ভারত। সার্ক অঞ্চলের যে কোনও দেশ প্রয়োজন মতো একে কাজে লাগাতে পারে।

আজকের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলিকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট দেশগুলি একজন করে প্রধান বিশেষজ্ঞ চিহ্নিত করে এক সপ্তাহ পর ফের ভিডিয়ো সম্মেলন করে নিজেদের মধ্যে আলোচনায় বসবে বলে স্থির হয়েছে। উপস্থিত নেতাদের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি প্রধানমন্ত্রীর এই উদ্যোগের প্রশংসা করেন। এ দিন হাসিনা বলেন, ‘‘করোনাভাইরাসের মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীরা ভিডিয়ো সম্মেলন করুন। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধানকেও আমন্ত্রণ জানানো হোক। প্রত্যেকটি দেশ তাদের পারদর্শিতা এবং অভিজ্ঞতা একে অন্যের সঙ্গে ভাগ করে নিক।’’ রাজাপক্ষের প্রস্তাব, করোনাভাইরাসের ফলে দেশগুলির উপর তৈরি হওয়া আর্থিক ধাক্কা সামলাতে সার্ক নেতারা একটি যৌথ মেকানিজম তৈরি করুন। তাঁর কথায়, ‘‘করোনাভাইরাস সংক্রান্ত যে সমস্যাগুলি তৈরি হয়েছে, তার মোকাবিলার জন্য সার্ক মন্ত্রী পর্যায়ের একটি গোষ্ঠী তৈরি করা হোক।’’ আশরাফ ঘানির বক্তব্য, তাঁর দেশ আফগানিস্তান যে হেতু স্থল সীমান্ত দিয়ে ঘেরা, ফলে সীমান্ত বন্ধ করে দেওয়া হলে তা একদিকে দেশের অর্থনীতিকে বিপাকে ফেলবে।
অন্য দিকে আবার করোনা সংক্রান্ত জরুরি অবস্থার জন্যও সমস্যা তৈরি হবে। ঘানি বলেন, ‘‘করোনা প্রতিরোধে এসসিও গোষ্ঠী এবং সার্ক-এর মধ্যে সমন্বয় করুক ভারত।’’ করোনার ফলে তাঁর দেশে পর্যটন শিল্পের দুর্দশার দিকটি তুলে ধরে আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন মলদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement