— ফাইল চিত্র।
রাফাল নিয়ে কংগ্রেসকে জবাব দিতে আসরে নামল বিজেপি। সোমবার দেশের ৭০টি জায়গায় সাংবাদিক বৈঠক করে রাহুল গাঁধীকে নিশানা করলেন বিজেপির নেতারা।
কলকাতায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি অভিযোগ করেন, রাফাল চুক্তি নিয়ে এক বছর ধরে মানুষকে ভুল বুঝিয়েছেন রাহুল। তবে কংগ্রেসের এই ‘মিথ্যা’ প্রচার সুপ্রিম কোর্টে ধরা পড়ে গিয়েছে। স্মৃতি বলেন, ‘‘এর পিছনে চক্রান্ত রয়েছে। দেশের নিরাপত্তাকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছে কংগ্রেস। কার থেকে তথ্য পেয়েছিল তারা? জবাব দিতে হবে।’’ কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর দাবি, ইউপিএ আমলে রাফালের যে দাম নির্ধারিত হয়েছিল, নরেন্দ্র মোদী সরকার তার চেয়ে ৯ শতাংশ কম দামে ওই যুদ্ধবিমান আনছে। কংগ্রেসের উদ্দেশে তাঁর প্রশ্ন, ‘‘কেন বায়ু সেনা চাওয়া সত্ত্বেও যুদ্ধ বিমান আনতে সময় ব্যয় করা হচ্ছিল?’’ কিন্তু কংগ্রেস তো বলছে, সুপ্রিম কোর্টে ভুল তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্মৃতির জবাব, ‘‘সরকার যখন আদালতকে তথ্য জানিয়েছিল, বিরোধীরাও সেখানে ছিলেন। তখন কেন প্রশ্ন তোলা হল না?’’
গুয়াহাটিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অভিযোগ করেন, রাফাল নিয়ে মানুষকে ভুল বুঝিয়েই তিন রাজ্যে ভাল ফল করেছে কংগ্রেস। এ জন্য দেশের মানুষের কাছে রাহুলের ক্ষমা চাওয়ার দাবি তোলেন যোগী। লখনউয়ে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘দেশের নিরাপত্তা নিয়ে খেলছে যারা, কংগ্রেস তাদের হাতের পুতুলের মতো ব্যবহার করছে।’’ পুণেতে বিজেপি সাংসদ পুনম মহাজনের দাবি, বফর্সের কালি তুলতেই রাফাল নিয়ে মোদী সরকারের বদনাম করতে নেমেছে কংগ্রেস।
আরও পড়ুন: রাফালে চুপ মায়া, মমতারা