সরকারি চাকরির পরীক্ষায় টোকাটুকি। — নিজস্ব চিত্র।
উত্তরপ্রদেশে সরকারি চাকরি নিয়োগ পরীক্ষা নিয়ে আবার কারচুপির অভিযোগ। যোগী সরকারের দিকে আঙুল তুললেন শুধু বিরোধী নয়, শাসকদল বিজেপির সাংসদ বরুণ গাঁধী। বলেন, রাজ্যে ‘সংগঠিতভাবে শিক্ষা মাফিয়া’ চক্র চলছে।
রবিবার উত্তরপ্রদেশের রাজস্ব দফতরে ‘লেখপাল’ নিয়োগের পরীক্ষা ছিল। ১২টি জেলার ৫০০ কেন্দ্রে হয়েছে পরীক্ষা। অভিযোগ, সেখানে ব্লুটুথের মাধ্যমে টোকাটুকি করেছেন পরীক্ষার্থীরা। ওই দিনই টোকাটুকিতে সাহায্যের অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বরুণ গাঁধী সোমবার সকালে টুইটারে লিখলেন, ‘উত্তরপ্রদেশ পুলিশ, উত্তরপ্রদেশ বিদ্যুৎ নিগম, টিউবওয়েল অপারেটর নিয়োগ, ইউপিএসএসসি, বিএড, নিট পরীক্ষার পর লেখপালেও দাপিয়ে বেড়াল টোকাটুকির মাফিয়ারা। আর কত দিন এই শিক্ষাক্ষেত্রের এই সংগঠিত মাফিয়ারা আমাদের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে খেলবে? এটা খুবই দুর্ভাগ্যজনক।’