প্রতিনিধিত্বমূলক ছবি।
একের পর এক বিমানে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বাড়ছে কেন্দ্রের। কিন্তু বোমা হামলার হুমকির রেশ কাটছেই না। শুক্রবারও নতুন করে ২৭টি বিমানে বোমাতঙ্ক ছড়াল। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, স্পাইসজেট, উড়ান সংস্থা মিলিয়ে অন্তত ২৭টি বিমানে বোমার হুমকি গিয়েছে। সূত্রের খবর, প্রতি ক্ষেত্রেই বোমা হামলার হুমকি ভুয়ো! এই গত ১১ দিনে প্রায় ৩০০টি বিমানে বোমাতঙ্কের ঘটনা প্রকাশ্যে এসেছে।
জানা গিয়েছে, শুক্রবার এয়ার ইন্ডিয়ার ছ’টি বিমান বোমা হামলার হুমকি পেয়েছে। এ ছাড়াও স্পাইসজেট, ভিস্তারা এবং ইন্ডিগো— প্রতিটি সংস্থার সাতটি করে বিমানে বোমাতঙ্ক ছড়ায়। উল্লেখ্য, বৃহস্পতিবারও ৯৫টি বিমানে এমন বোমাতঙ্ক ছড়িয়েছিল। বোমাতঙ্ক রুখতে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ করলেও তা আটকানো যাচ্ছে না।
বেশিরভাগ ক্ষেত্রেই সমাজমাধ্যমে বোমাতঙ্ক ছড়ানো যার জেরে একাধিক বিমান বাতিল হয়েছে। কোনওটির যাত্রাপথ বদল হয়েছে। পরে দেখা গিয়েছে, সবই ভুয়ো বোমাতঙ্ক। তবে একের পর এক বোমাতঙ্কের ঘটনায় উদ্বিগ্ন সরকার। একাধিক পদক্ষেপ করেছে তারা।
ভুয়ো বোমাতঙ্কে অভিযুক্তদের উড়ান সংস্থার ‘নো ফ্লাই লিস্ট’-এ অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও চলছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডুও জানিয়েছেন, বিমানে ভুয়ো বোমাতঙ্ক ছড়ানো অপরাধ হিসাবে গ্রাহ্য হবে। এই বোমাতঙ্ক ছড়ানোর ঘটনায় ইলন মাস্কের সংস্থা এক্স (সাবেক টুইটার)-এর দিকে আঙুল তুলেছে কেন্দ্র। ভুয়ো বোমাতঙ্কের ঘটনায় দিল্লি পুলিশ এখনও পর্যন্ত আটটি মামলা রুজু করেছে। সাম্প্রতিক ঘটনাগুলির প্রেক্ষিতে বিভিন্ন উড়ান সংস্থাকে নিয়ে বৈঠকও করেছে অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিয়োরিটি (বিসিএএস)।