Bihar

সেপটিক ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে দমবন্ধ হয়ে বিহারে চার জনের মৃত্যু

বিহারের সহরসা জেলায় সেপটিক ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার জনের। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৩ ১৮:৪৪
Share:

—প্রতীকী চিত্র।

সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে প্রাণহানির ঘটনা। বিহারের সহরসা জেলায় সেপটিক ট্যাঙ্ক সাফাই করতে গিয়ে দমবন্ধ হয়ে মৃত্যু হল চার জনের। মঙ্গলবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মহিসারহো গ্রামে একটি বাড়িতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করছিলেন গৃহকর্তা কৈলাস চৌধরি (৫৫) এবং তিন শ্রমিক। সেই সময় দমবন্ধ হয়ে তাঁদের সকলের মৃত্যু হয়েছে।

কৈলাস এক জন নির্মাণকর্মী। শ্রমিকদের সাহায্য নিয়ে ট্যাঙ্কের মধ্যে ঢুকেছিলেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে সহরসার সার্কেল অফিসার প্রদীপ কুমার ঝা বলেন, ‘‘সোমবার বিকেল ৫টায় কৈলাস চৌধরির বাড়িতে এই ঘটনা ঘটে। ট্যাঙ্কের মধ্যে আরও এক ব্যক্তি ঢুকতে যাচ্ছিলেন। সেই সময় তিনি দেখেন যে, চার জন অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন। তার পরই তাঁদের উদ্ধার করা হয়।’’

Advertisement

চার জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁদের মধ্যে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্য এক ব্যক্তির মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement