— প্রতীকী চিত্র।
কিশোরীকে হেনস্থার অভিযোগে সাসপেন্ড চার পুলিশকর্মী। তামিলনাড়ুর ত্রিচির ঘটনা। পকসো (প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট) আইনে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক পুরুষ বন্ধুর সঙ্গে যাচ্ছিল কিশোরী। পথে তাঁদের থামান চার পুলিশকর্মী। জিজ্ঞাসাবাদ শুরু করেন। অভিযোগ, ওই চার জন মদ্যপ ছিলেন। পুলিশকে কিশোরী অভিযোগ করে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় তার বন্ধুর সঙ্গে ঝামেলা শুরু করেন অভিযুক্ত পুলিশকর্মীরা। হামলাও করেন তাঁরা। পাশাপাশি, কিশোরীকে যৌন হেনস্থা করেন।
কিশোরীর অভিযোগের ভিত্তিতে চার পুলিশ কর্মী শশীকুমার, শঙ্করাপাণ্ডি, প্রসাদ এবং সিদ্ধার্থকে সাসপেন্ড করা হয়। এই ঘটনায় আরও তদন্ত চলছে।