—প্রতীকী ছবি।
একেই গরমের ছুটি। তার উপর পাঁচ বন্ধু এক হয়েছে। একসঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল তারা। পুকুরে মাছ ধরার চেষ্টাও করছিল। তখনই ঘনিয়ে এল বিপদ। জলে ডুবে মৃত্যু হল চার কিশোরের। এখনও দু’জনের দেহ খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। ঘটনাটি বৃহস্পতিবার কর্নাটকের হাসন জেলার মুত্তিগে গ্রামে ঘটেছে। মৃতদের নাম যথাক্রমে জীবন (১৩), বিশ্ব (১২), সাত্ত্বিক (১১) এবং পৃথ্বী। পৃথ্বীর বয়স এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, গরমের ছুটিতে পাঁচ বন্ধু মিলে খেলাধুলো করছিল। হঠাৎ তারা পুকুরে স্নান করতে নামে। সেখানে নেমে পুকুরের গভীরে গিয়ে মাছ ধরার ইচ্ছা হয় তাদের। মাছ ধরতে গিয়ে এক বন্ধু জলের তলায় ডুবে যেতে শুরু করে। তাকে বাঁচানোর জন্য তিন জন সে দিকে এগিয়ে যায়। কিন্তু তারাও জলে ডুবে মারা যায়। দশ বছরের চিরাগ কোনও ক্রমে সাঁতার কেটে পুকুরপাড়ে উঠে পড়ে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকর্মীরাও। পুলিশ জানিয়েছে, পুকুর থেকে দু’জনকে উদ্ধার করা গেলেও এখনও দুই কিশোরের দেহ খুঁজে পাওয়া যায়নি। উদ্ধারকাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানায় স্থানীয় পুলিশ।