Body Recovered From Rail Track

রেললাইন থেকে দুই শিশু, এক মহিলা-সহ চার জনের দেহ উদ্ধার! দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

চক্রধরপুর বিভাগের আরপিএফের কমান্ডান্ট পি শঙ্কর কুট্টি জানিয়েছেন, কেন্দাপোসি এবং তালাবুরু স্টেশনের মাঝে এই ঘটনা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৪
Share:
representational image of death on track

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

রেল লাইন থেকে উদ্ধার হল চার জনের দেহ। রেলরক্ষী বাহিনী (আরপিএফ) জানিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক মহিলা এবং দুই শিশু। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘটনা।

Advertisement

চক্রধরপুর বিভাগের আরপিএফের কমান্ডান্ট পি শঙ্কর কুট্টি জানিয়েছেন, কেন্দাপোসি এবং তালাবুরু স্টেশনের মাঝে এই ঘটনা হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, চার জনকে খুন করা হয়েছে। তার পর দেহগুলি রেল লাইনে ফেলে দেওয়া হয়েছে। এখনও দেহ শনাক্ত করা যায়নি।

পুলিশ মনে করছে, চার জন একই পরিবারের। সম্ভবত পারিবারিক কারণে খুন করা হয়েছে তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement