Suicide

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে গুলি চালিয়ে নিজেকে শেষ করলেন অশীতিপর আত্মীয়!

পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন চন্দ্রশেখর। সে কারণে মানসিক ভাবে চাপে ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৩ ১৯:২৯
Share:

রবিরার আত্মহত্যা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল চাকুরকরের আত্মীয় হনুমন্তরাও পাটিল ওরফে চন্দ্রশেখর। প্রতীকী ছবি।

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল চাকুরকরের বাড়িতে রিভলভারের গুলিতে আত্মঘাতী হলেন তাঁর এক অশীতিপর আত্মীয়। রবিবার মহারাষ্ট্রের লাতুর জেলায় এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিরার সকাল ৯টা নাগাদ গুলি চালিয়ে আত্মহত্যা করেন চাকুরকরের আত্মীয় হনুমন্তরাও পাটিল ওরফে চন্দ্রশেখর। এমনই দাবি করেছেন প্রাক্তন মন্ত্রীর বাড়ির সদস্যেরা। পুলিশের কাছে তাঁরা জানিয়েছেন, ওই বাড়ির কাছে থাকতেন ৮১ বছরের চন্দ্রশেখর। চাকুরকরের বাড়িতে নিয়মিত যাতায়াতও ছিল তাঁর।

সংবাদমাধ্যমের কাছে পুলিশের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন চন্দ্রশেখর। সে কারণে মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। রবিবার ঘটনার সময় উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী ছেলে। এই ঘটনায় তদন্তে নেমে লাতুরের ওই বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপার দীবেশ ফিভার, ডেপুটি পুলিশ সুপার জীতেন্দ্র জাগদালে-সহ অন্যান্য পুলিশকর্তা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement