—ফাইল চিত্র।
ফুসফুস ও কিডনির সমস্যা রয়েছে। তবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শরীরে রক্ত সঞ্চালন স্বাভাবিক। শুক্রবার দিল্লির সেনা হাসপাতালের তরফে এমনটাই জানানো হল।
এ দিন হাসপাতালের তরফে বুলেটিন প্রকাশ করে বলা হয়, ‘‘চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ফুসফুসে সংক্রমণ এবং কিডনির অকার্যকরিতার চিকিৎসা চলছে তাঁর। এখনও গভীর কোমায় রয়েছেন তিনি। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শরীরে রক্ত সঞ্চালন স্থিতিশীল।’’
তিন সপ্তাহ হতে চলল দিল্লির সেনা হাসপাতালে ভর্তি প্রণব মুখোপাধ্যায়। গত ৯ অগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, পর দিন দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সে দিনই মাথায় অস্ত্রোপচার হয় তাঁর। পরীক্ষায় কোভিড-১৯ সংক্রমণও ধরা পড়ে। সেই থেকে হাসপাতালেই রয়েছেন তিনি।
আরও পড়ুন: নিট-জেইই স্থগিত রাখতে সুপ্রিম কোর্টে আর্জি বাংলা-সহ ৬ রাজ্যের
আরও পড়ুন: দম্ভের কারণে পরীক্ষা পিছতে রাজি নয় কেন্দ্র: গাঁধীমূর্তি থেকে তোপ অভিষেকের