Anil Deshmukh

Anil Deshmukh: মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী অনিল দেশমুখের ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ

গত সোমবার এনসিপি নেতা দেশমুখকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। ১২ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৫:৩১
Share:

অনিল দেশমুখ। ফাইল চিত্র।

আর্থিক তছরুপ মামলায় মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল বিশেষ আদালত। তাঁকে ১৯ নভেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

গত সোমবার এনসিপি নেতা দেশমুখকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)। ১২ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। দেশমুখের বিরুদ্ধে ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্ত শুরু করেছে।

Advertisement

মুম্বই পুলিশের কমিশনার পরম বীর সিংহ দেশমুখের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ তুলেছেন। তাঁর অভিযোগ ছিল, পুলিশ আধিকারিক শচীন ওয়াজেকে প্রতি মাসে হোটেল এবং বারগুলি থেকে ১০০ কোটি টাকা তোলার নির্দেশ দিয়েছিলেন। তবে দেশমুখ সেই অভিযোগ সরাসরি খারিজ করেন।

অন্য অভিযুক্ত শচীন ওয়াজেকেও আর্থিক তছরুপের মামলায় গত শনিবার গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement