কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। ফাইল চিত্র।
ভবানীপুর উপনির্বাচনে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়ী হবেন বলে মনে করেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতা দল সেকুলার(জেডিএস)-এর নেতা এইচ ডি কুমারস্বামী। তাঁর মতে, উপনির্বাচনে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপি সঙ্কীর্ণ মনের পরিচয় দিয়েছে। মমতাকে তিনি বাঙালির ‘প্রকৃত নাড়ীস্পদন ও হৃদস্পন্দন’ বলে উল্লেখ করেছেন।
বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো রাজীব বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, ভবানীপুরে মমতা বিপুল ভোটে জিতবেন। রাজীবের বক্তব্যের সূত্র ধরে কুমারস্বামীর টুইট, ‘বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জিততে বাধ্য। তাঁর এই মন্তব্যে অবাক হওয়ার কিছু নেই। গোটা দেশের নজর রয়েছে ওই ভোটের দিকে’। আজ পর পর পাঁচটি টুইট করে তৃণমূলনেত্রীর উচ্ছ্বসিত প্রশংসা করেন এই জেডিএস নেতা। পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে ২৯৪টি আসনের মধ্যে ২১৪টি আসনে জয়লাভ করে মমতা ইতিহাস তৈরি করেছেন বলে মত কুমারস্বামীর। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর টুইট, ‘‘কয়েকমাস আগে বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ স্পষ্ট ও নির্ণায়ক জনাদেশ দিয়েছেন। আমার মতে, সেই রায়ের কথা মনে রেখে বিজেপির সঙ্কীর্ণ মানসিকতা ছেড়ে বড় মনের পরিচয় দেওয়া।’’