Justin Trudeau

কানাডাকে কড়া চিঠি প্রাক্তন কূটনীতিকদের

এ বিষয়ে আগেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা 

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ০৪:৫০
Share:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ছবি রয়টার্স।

ভারতে কৃষক বিক্ষোভ নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বক্তব্যের কড়া সমালোচনা করে খোলা চিঠি লিখলেন ২২ জন প্রাক্তন কূটনীতিক।

Advertisement

এ বিষয়ে আগেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ প্রাক্তন কূটনীতিকেরা চিঠিতে বলেছেন, ট্রুডোর বক্তব্যের সঙ্গে বাস্তবের কোনও যোগ নেই। তাঁর মন্তব্যে ভারতে সমস্যা বেড়েছে। কৃষকেরা আরও অনমনীয় অবস্থান নিয়েছেন। ভারত সরকার যে কৃষকদের সঙ্গে মন্ত্রী পর্যায়ে বৈঠক করছে সেই বিষয়টিকে উপেক্ষা করেছে কানাডা। কূটনীতিকদের কটাক্ষ, ভারতে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার পদ্ধতির বিশ্ব বাণিজ্য সংস্থায় লাগাতার বিরোধিতা করছে কানাডা। এখন হঠাৎ ভারতীয় কৃষকদের প্রতি দরদ দেখাচ্ছে ।

কানাডার রাজনীতিকদের একাংশের সঙ্গে সে দেশে বসবাসকারী খলিস্তান সমর্থকদের যোগাযোগের প্রসঙ্গ টেনে প্রাক্তন কূটনীতিকদের অভিযোগ, কানাডার কয়েকটি গুরুত্বপূর্ণ গুরুদ্বার নিয়ন্ত্রণ খলিস্তান সমর্থকদের হাতে। তারা শাসক লিবারেল পার্টির তহবিলে অর্থ জোগান দেয়। সংগঠনগুলি প্রকাশ্য সমাবেশে ভারত-বিরোধী স্লোগান দেয়, জঙ্গিদের প্রশংসা করে। কানাডার অনেক রাজনীতিকই সেখানে যোগ দিয়ে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের মদত দেন। খলিস্তানিদের সঙ্গে কানাডায় নিযুক্ত পাকিস্তানি কূটনীতিকদের যোগাযোগও কানাডা সরকারের অজানা নয়। পাক কূটনীতিকেরাও ওই সমাবেশে যোগ দেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনও দেশই সন্ত্রাসবাদীদের মদত দিতে পারে না।

Advertisement

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, প্রাক্তন কূটনীতিকদের এই গোষ্ঠীর মাধ্যমে কানাডাকে পরোক্ষে চাপ দিতে চাইছে ভারত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement