ফাইল চিত্র।
ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীরের খুনের হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের কাশ্মীর শাখা। এ বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন গম্ভীর। তাঁর দাবি, ইমেলের মাধ্যমে হুমকি বার্তা পাঠানো হয়েছে। গম্ভীরের আরও অভিযোগ, তাঁকে এবং তাঁর পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে ওই ইমেলে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
খুনের হুমকি অভিযোগ পাওয়ার পরই গম্ভীরের রাজেন্দ্রনগরের বাসভবনের সামনে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (সেন্ট্রাল) শ্বেতা চৌহান। তিনি আরও জানিয়েছেন, যে ইমেল থেকে হুমকি পাঠানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই প্রথম নয়, এর আগেও ২০১৯-এ হুমকি চিঠি পেয়েছিলেন গম্ভীর। সে সেময় আন্তর্জাতিক একটি নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
২০১৯-এর লোকসভা নির্বাচনে পূর্ব দিল্লি থেকে বিজেপি-র সাংসদ হন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।