National News

ধমক ক্ষুব্ধ অখিলেশের

হাসপাতালে এক চিকিৎসককে শাসালেন এসপি প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

Advertisement

স‌ংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০২:৪৩
Share:

দুর্ঘটনায় আহতদের দেখতে হাসপাতালে অখিলেশ যাদব। ছবি: পিটিআই।

দুর্ঘটনায় আহতদের দেখতে গিয়ে হাসপাতালে এক চিকিৎসককে শাসালেন এসপি প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই চিকিৎসককে অখিলেশ বলছেন, ‘‘আপনি আরএসএস, বিজেপির লোক হতে পারেন...। আমাকে কোনও ব্যাখ্যা দেবেন না।’’ ওই চিকিৎসককে ওয়ার্ড ছেড়ে চলে যেতেও বলেন।

Advertisement

গত শুক্রবার কনৌজে বাস এবং ট্রাকের সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়। আহত হয়েছিলেন অনেকে। কনৌজের একটি সরকারি হাসপাতালে আহতেরা চিকিৎসাধীন। তাঁদের দেখতে যান উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আহতদের পরিজনের অভিযোগ, তাঁরা সরকারি ক্ষতিপূরণ পাননি। ওই সময় সেখানে হাজির ছিলেন এমার্জেন্সি মেডিক্যাল অফিসার ডাক্তার ডি এস মিশ্র। তিনি বলতে গেলেই মেজাজ হারান অখিলেশ। এসপি প্রধান বলেন, ‘‘তুমি কোনও কথা বলবে না... সরকারি কর্মীরা কী করে আমি জানি। তুমি কোনও পদস্থ আধিকারিক নও। আরএসএস-বিজেপির লোকও হতে পারো, আমাকে বোঝাতে এসো না।’’

এর পরেও ওই চিকিৎসক কিছু বলতে গেলে তাঁকে ধমকে থামিয়ে দিয়ে অখিলেশ বলতে থাকেন, ‘‘সরকারের তরফে তুমি কোনও কথাই বলতে পারো না... এখান থেকে চলে যাও।’’ ওই চিকিৎসক পরে সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘আহত এবং তাঁদের পরিজন অভিযোগ করেছিলেন, তাঁরা ক্ষতিপূরণের চেক পাননি। আমি বলার চেষ্টা করেছিলাম, তাঁরা ইতিমধ্যেই চেক পেয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement