জগন্নাথ মিশ্রের জীবনাবসান

জগন্নাথ মিশ্র কেন্দ্রে মন্ত্রীও ছিলেন। রাজ্য-রাজনীতিতে তাঁর পরিচিতি কংগ্রেস নেতা হিসেবেই। শেষ দিকে তাঁর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রায় ছিন্নই হয়ে যায়

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০৩:৩৮
Share:

জগন্নাথ মিশ্র

বিহারের তিন বারের মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র (৮২) প্রয়াত হলেন। সোমবার সকালে দিল্লিতে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। দীর্ঘ দিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন।

Advertisement

জগন্নাথ মিশ্র কেন্দ্রে মন্ত্রীও ছিলেন। রাজ্য-রাজনীতিতে তাঁর পরিচিতি কংগ্রেস নেতা হিসেবেই। শেষ দিকে তাঁর সঙ্গে কংগ্রেসের সম্পর্ক প্রায় ছিন্নই হয়ে যায়। বিহার পশুখাদ্য কেলেঙ্কারিতেও তাঁর নাম জড়িয়ে যায়। এই সংক্রান্ত একাধিক মামলায় তিনি দোষী সাব্যস্তও হন। আদালত তাঁকে কারাদণ্ডে দণ্ডিতও করে। তবে শরীরের কারণে তিনি জামিনে মুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে মুখ্যমন্ত্রী নীতী‌শ কুমার রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘মিশ্র শুধু রাজ্যের নন, দেশেরও একজন বিশিষ্ট রাজনীতিক ছিলেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement