National News

বন্দিদের সঙ্গে সাক্ষাৎ নয় বিদেশি আইনজীবীদের

বিশেষ বিচারক অরবিন্দ কুমার জানান, কোনও বিদেশি আইনজীবী যদি বন্ধু হিসেবে কোন অভিযুক্তের সঙ্গে দেখা করতে চান, তা হলে তাঁকে অনুমতি দেওয়া যেতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০২
Share:

প্রতীকী ছবি।

আইনি পরামর্শদাতা হিসেবে কোনও বিদেশি আইনজীবী বন্দিদের সঙ্গে দেখা করতে পারবেন না বলে জানিয়েছে দিল্লির একটি আদালত। ভিভিআইপি কপ্টার দুর্নীতিতে অভিযুক্ত ক্রিশ্চিয়ান মিশেল জেমস আবেদন করেছিলেন, এক জন বিদেশি আইনজীবী তাঁর সঙ্গে দেখা করতে চান। আদালত আজ সেই আবেদন খারিজ করে দিয়েছে।

Advertisement

বিশেষ বিচারক অরবিন্দ কুমার জানান, কোনও বিদেশি আইনজীবী যদি বন্ধু হিসেবে কোন অভিযুক্তের সঙ্গে দেখা করতে চান, তা হলে তাঁকে অনুমতি দেওয়া যেতে পারে। আইন অনুযায়ী, তিহাড় জেলে বন্দির সঙ্গে আইনি পরামর্শদাতা হিসেবে বিদেশি আইনজীবী দেখা করতে পারবেন না। আদালত জানিয়েছে, ‘দিল্লি প্রিজন আইন, ২০১৮’ অনুযায়ী, যে সব আইনজীবীদের নাম ‘অ্যাডভোকেট অ্যাক্ট’-এ নথিভুক্ত রয়েছে, তাঁরা তিহাড় জেলে বন্দিদের সঙ্গে দেখা করতে পারবেন। সুপ্রিম কোর্টের একটি রায়ের কথা উল্লেখ করে আদালত জানিয়েছে, দেশের কোনও মামলায় বিদেশি আইনজীবীরা অংশগ্রহণ করতে পারবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement