Forbes Magazine

ফোর্বস তালিকায় ফের দেশের সবচেয়ে ধনী মুকেশ অম্বানী

সম্পত্তির নিরিখে ভারতের সবচেয়ে ধনী ১০০ জন শিল্পপতির তালিকা প্রকাশ করল ফোর্বস ম্যাগাজিন। ফোর্বসের বিচারে ২০১৬-১৭ আর্থিক বছরে ভারতের ধনীতম শিল্পপতি রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। দ্বিতীয় স্থানে উইপ্রোর আজিম প্রেমজি, তৃতীয় হিন্দুজা ব্রাদার্স। এক নজরে দেখে নিন এমনই কয়েক জন ভারতীয় ধনকুবেরকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৭ ১৫:৩৫
Share:
০১ ১১

মুকেশ অম্বানি: প্রতি বছরই এই তালিকা প্রকাশ করে ফোর্বস। এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী শিল্পপতি কে জানেন? রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ অম্বানি। ২ লক্ষ ৪৭ হাজার ১১৪ কোটি সম্পত্তির মালিক অম্বানি রয়েছেন ফোর্বসের তালিকার শীর্ষে।

০২ ১১

আজিম প্রেমজি: সম্পত্তির নিরিখে ফোর্বস ম্যাগাজিনের ওই তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন উইপ্রোর আজিম প্রেমজি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ২৩ হাজার ৫২৯ কোটি টাকা।

Advertisement
০৩ ১১

হিন্দুজা ব্রাদার্স: অশোক লেল্যান্ডের মালিকানা হিন্দুজা ব্রাদার্সের হাতে। তাদের নাম রয়েছে তিন নম্বরে। ১ লক্ষ ১৯ হাজার ৬৩৬ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাদের।

০৪ ১১

লক্ষ্মী মিত্তল: লক্ষ্মী মিত্তল তালিকায় চতুর্থ স্থানটি নিজের দখলে রেখেছেন। এই ব্যবসায়ী প্রায় ১ লক্ষ ৭ হাজার ২৭ কোটি টাকার সম্পত্তির মালিক।

০৫ ১১

পালোনজি মিস্ত্রি: আইরিশ ইন্ডিয়ান কনস্ট্রাকশনের কর্ণধার পালোনজি মিস্ত্রি তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।

০৬ ১১

গোদরেজ গ্রুপ: গোদরেজ গ্রুপ এ বারের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। তাঁদের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৯২ হাজার ৩২ কোটি টাকা।

০৭ ১১

শিব নাদার এবং কুমার বিড়লা: প্রায় ৮৮ হাজার ৪২ কোটি টাকা সম্পত্তির মালিক এইচসিএল-এর কর্ণধার এবং প্রতিষ্ঠাতা শিব নাদার রয়েছেন সপ্তম স্থানে। আদিত্য বিড়লা গ্রুপের কর্ণধার কুমার বিড়লা রয়েছেন অষ্টমে। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৮১ হাজার ৮৮ কোটি টাকা।

০৮ ১১

দিলীপ সাঙ্গভি ও উদয় কোটাক: সান ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর দিলীপ সাঙ্গভি রয়েছেন তালিকার নবম স্থানে। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর উদয় কোটাক রয়েছেন একাদশে। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৭৮ হাজার ৬৩ কোটি টাকা এবং ৬৮ হাজার ২৩ কোটি টাকা।

০৯ ১১

সাইরাস পুনাওয়ালা: ত্রয়োদশ স্থানটি দখলে রেখেছেন সিরাম ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা সাইরাস পুনাওয়ালা। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৭ হাজার ৮৩ কোটি টাকা।

১০ ১১

অনীল অম্বানি: ভারতের ধনীতম শিল্পপতি মুকেশ অম্বানি ছাড়াও ফোর্বসের তালিকায় রয়েছে তাঁর ছোট ভাই অনীল অম্বানির নামও। ২০ হাজার ৪৭ কোটি টাকা সম্পত্তির মালিকানা নিয়ে তিনি রয়েছেন ৪৫তম স্থানে। তবে ২০১৬ সালে প্রকাশিত তালিকায় তিনি ছিলেন ৩২তম স্থানে।

১১ ১১

সুনীল মিত্তল: ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা সুনীল মিত্তল রয়েছেন তালিকার ১৪তম স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ৫৩ হাজার ৯৩ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement